গোপনীয়তা কোন নীতি বা কোন শর্ত এখানে নেই। এখানে কোন পন্য কুরিয়ার করা হয় না। শুধুমাত্র সফ্টওয়ার ও পিডিএফ ফাইল ইমেইল বা হোয়াট্স অ্যাপে দেওয়া হয়।
প্রতারনার ভয়
এখানে প্রতিটি পন্য 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত হয়ে থাকে (আইডি কার্ড ও নামজারী আবেদন ব্যতিত)। এ সামান্য টাকা কি আর প্রতারনা যোগ্য নাকি।
পেমেন্ট
কোন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা হয় নি। এখানে শুধুমাত্র
টালী খাতা ব্যবহার করা হয়েছে। টালী খাতার অনলাইন পেমেন্ট ও কিউআর কোড ব্যবহারের মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়।
পেমেন্ট যোগাযোগ
যোগাযোগের জন্য হোয়াট্স অ্যাপ তো আছেই। কোনটি প্রয়োজন সেটি উল্লেখ করে হোয়াট্স অ্যাপে যোগাযোগ করতে হবে। অনেক ক্ষেত্রে যখন অফলাইনে থাকি তখন সরাসরি 01915898250 নম্বরে ফোন দেয়া যাবে।
ডেলিভারী সময়
কোন কোন পন্য সরাসরি এড করা হয়নি। তাই দোকানে থাকা অবস্থায় তাৎক্ষনিক ও বাহিরে থাকা কালীন ক্ষেত্রে দোকানে আসা পর্যন্ত দেরি হবে এবং বিদ্যুত না থাকলেও দেরি হবে।